Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গ্রামের নাম সখিনা।
ডাউনলোড

গ্রামের নাম নিদ্রf- সখিনা। পাশাপাশি দুইটি গ্রাম। নিবিড় শান্ত আর অপার সবুজে ঘেরা এই গ্রাম। বরগুনা জেলার নবগঠিত তালতলী উপজেলার একেবারে দক্ষিনে অবস্থিত বড়্গোপ সাগরের কোল ঘেয়ে এই গ্রাম। এই গ্রামে রয়েছে সুন্দরবনের বৃহৎ এক অংশ ফাতরার জঞ্জল, রয়েছে শুভ সন্ধার চর। সখিনা গ্রামটি খুব সুন্দর কিন্তু যাতায়াত ব্যাবস্থা খুব খারাপ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই সমস্ত অপার সম্ভাবনাময় গ্রাম সমুহকে নজরে এনে এখানকার রাস্তাঘাট কালভার্ট ব্রীজ প্রাথমিক বিদ্যালয়সহ নানাবিধ উন্নয়ন মূলক কাজে নেমে পরে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার করেনে সাধারন মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি এখানকার ফাতরার জঙ্গল  এখন তালতলী ইকোপার্ক এবং শুভ স্ধ্যার চর এখন দেশ বিখ্যাত শুভ সন্ধ্যা পর্যটন কেন্দ্র। এসকল সম্ভব হয়েছে এলজিইডির বহুমূখী উন্য়ন কর্মকান্ডের ফলে।